1. “আমার ডাক্তার হওয়া উচিত ছিল বউ।ওই ডাক্তার আমার বউয়ের পেট কে টে দুইভাগ করে ফেলল আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম! ডাক্তার হলে কি আর এই দিন দেখতে হতো বলো?বউও আমার,বউয়ের পেট ও আমার।আর কা ট লো কিনা ডাক্তার! শুধু আমার রাজকন্যা গুলোর জন্য কিছু বললাম না। না হলে আমিও ওই ডাক্তারের পেট কে টে দিতাম। মিনিস্টার আশমিন জায়িন চৌধুরীর বউয়ের পেট কে টে ফেলে!কি সাহস ভাবা যায়?”
2. শূন্যস্থান কখনো শূন্য থাকে না, নুর। কেউ না কেউ সেই স্থান ঠিকই পূরন করে দেয়। ” নুর মাথা তুলে সোজা হয়ে বসল। খোলা চুলগুলোকে হাতখোঁপা করে আসন গেড়ে বসল আশমিনের সামনে। দুই গালে হাত রেখে সিরিয়াস গলায় বলল, “তার মানে আমি যদি আপনার জীবন থেকে কখনো চলে যাই, তাহলে আমার শূন্যতাও কেউ না কেউ পূরণ করে দেবে।” আশমিন হতাশ হলো। পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষটার মতো মুখ করে মনে মনে ভাবল, ‘এই পৃথিবীর সবচেয়ে আনরোমান্টিক মেয়েটা হলো তার বউ।’
Reviews
There are no reviews yet.